ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


নিজেদের মাঠে বায়ার্নের কাছে হারলো পিএসজি


১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২৯

প্যারিসে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। জয়সূচক একমাত্র গোলটি করেছেন কিংসলে কোমান।

শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেয়া কোমানের গোলেই জয় পায় বায়ার্ন।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো ইউলিয়ান নাগেলসমানের দল।

আর চলতি আসরে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বে ছয় ম্যাচের প্রত্যেকটিতে জয় পায় তারা।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে নিজেদের হারিয়ে খোঁজা পিএসজি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পেলো।

আইকে