ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


এমবাপ্পের জাদুতে পোল্যান্ডকে উড়িয়ে দিল ফ্রান্স


৫ ডিসেম্বর ২০২২ ১০:১১

ছবি সংগৃহীত

চলতি কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে তিউনিশিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে হেরে যাওয়ায় পোল্যান্ডের বিপক্ষেও অঘটনের শঙ্কায় ছিল তারা। তবে সব শঙ্কা কাটিয়ে দিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলের সঙ্গে অলিভার জেরার্ডের রেকর্ড গড়া গোলে ৩-১ ব্যবধানে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ফ্রান্স।

রোববার (৪ ডিসেম্বর) দোহার আল থুমামা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল। তবে শক্তিতে স্পষ্টভাবে এগিয়ে থাকা ফ্রান্স বারবার গোলমুখে শট নিয়েও জালের দেখা পাচ্ছিল না। তবে প্রথমার্ধের বিরতির ঠিক এক মিনিটে আগেই এগিয়ে যায় ফ্রান্স।

৪৪তম মিনিটে জেরার্ডের গোলে এগিয়ে যায় গত রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ফলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ে ফেলেছেন এসি মিলানের এ স্ট্রাইকার। ৫২টি গোল করে স্বদেশি থিয়েরি অরিকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হলেন জেরার্ড।


ফুটবল, বিশ্বকাপ