ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


স্বপ্নের শুরু সাকিবের


৫ ডিসেম্বর ২০২২ ০০:১৯

ছবি সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে শুরুতেই ফিরিয়ে দিয়েছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। তবে এই ওপেনারকে ফিরিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ।

দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাটে ঠিকই প্রতিরোধ গড়ছিল ভারত। তবে বল হাতে সাকিব আল হাসান আসতেই আবার বিপদে পড়ে ভারতীয়রা। এই স্পিনার নিজের দ্বিতীয় বলেই ভারতীয় অধিনায়ক রোহিতকে বোল্ড করে ফিরিয়ে দেন। এর ঠিক দুই বল পরে কোহলিকেও ফেরান সাকিব এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করেছে।

মিরপুরের হোম অব ক্রিকেটে এদিন টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাটিং করতে নেমে ভারতীয় দুই ওপেনার রোহিত ও ধাওয়ান ২৩ রানের জুটি গড়ে ফেলেন। তবে মিরাজ দলীয় ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে প্রথম আঘাত হানেন। ধাওয়ানকে ব্যক্তিগত ৭ রানে বোল্ড করে ফেরান তিনি।

দ্বিতীয় উইকেট জুটিতে কোহলিকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক রোহিত। তবে এই দুই তারকা ব্যাটসম্যান ২৫ রানের বেশি যোগ করতে পারেননি। দলীয় ৪৮ রানের মাথায় সাকিবের এক ওভারেই টালমাটাল হয়ে যায় ভারতীয় ব্যাটিং। সাকিব ম্যাচে প্রথমবার বল হাতে নিয়েই এক ওভারেই তুলে নেন রোহিত এবং কোহলি দুইজনকেই।

রোহিত ২৩ রান করে সাকিবের আর্মার ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। কোহলি করতে পারেন মোটে ৯ রান। অবশ্য কোহলির উইকেটের জন্য সাকিবের চেয়েও বেশি কৃতিত্ব দেওয়া যায় অধিনায়ক লিটনকেই। সাকিবের বলে সামনে পুশ করে সিঙ্গেলই হয়ত নিতে চেয়েছেন কোহলি। তবে লফটেড বলটি নিজের ডানদিকে ঝাঁপিয়ে দারুণভাবে তালুবন্দী করেন লিটন।

আইএ/


বাংলাদেশ ক্রিকেট