ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


টস হেরে ব্যাটিংয়ে ভারত


৪ ডিসেম্বর ২০২২ ২২:৫১

ছবি সংগৃহীত

ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে ভারত প্রথমে ব্যাটিং করবে।

রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।

চলতি বছরের আগস্টে সর্বশেষ জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে ফরম্যাটে খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজে সিকান্দার রাজাদের সঙ্গে ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। এরপর টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ, নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে ঘরের মাঠে ভারতে বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে খেলবে টাইগাররা।

তবে একের পর এক হারের কারণে সময়টা মোটেই ভালো যাচ্ছে না টাইগারদের। এ ছাড়া এই সিরিজের আগে ছিটকে গেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক ও সেরা ওপেনার তামিম ইকবাল এবং পেসার তাসকিন আহমেদ।

আইএ/


বাংলাদেশ ক্রিকেট