ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ভারত শিবিরে দুঃসংবাদ


৩ ডিসেম্বর ২০২২ ২৩:২৬

টাইগারদের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে ভারতীয় দল।

রোববার (৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। তবে প্রথম ম্যাচের আগেই দুঃসংবাদ পেলো ভারতীয় দল। হাতের চোটে ছিটকে গেলেন দলের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না ভারতীয় পেসার মোহাম্মদ শামি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন উমরান মালিক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, অনুশীলনে কাঁধে চোট পেয়েছেন শামি।

এর আগে ভারতীয় দল থেকে ছিটকে যান রবীন্দ্র জাদেজা ও যশ দয়াল। গত সেপ্টেম্বরে ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল জাদেজার। দয়ালের চোট পিঠে।

ভারতের ওয়ানডে স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন, উমরান মালিক।

আইকে