ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে মরক্কো


২ ডিসেম্বর ২০২২ ১২:০৭

কানাডার বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। ৪ পয়েন্ট করে নিয়ে গ্রুপ ‘এফ’ থেকে দ্বিতীয় রাউন্ডের পথেই ছিল মরক্কো, ক্রোয়েশিয়া ও বেলজিয়া।

দিনের এক ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডের খেলা নিশ্চিত করে ক্রোয়েশিয়া।

গ্রুপের অপর ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠে গেল মরক্কো।

বৃহস্পতিবার রাতে কাতারের আল থুমামা স্টেডিয়ামে কানাডা-মরক্কো ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে।

প্রথমার্ধে মরক্কোর প্রাধান্য থাকলেও দ্বিতীয়ার্ধে ছিল কানাডার। গোল পরিশোধে মরিয়া কানাডা একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হয়। প্রথমার্ধের এগিয়ে থাকা ধরে রেখেই দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।

খেলার ৫৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল কানাডার। সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। ৭১ মিনিটে আটিবা হাচিনসনের হেড ক্রসবারে লেগে ফিরে এলে ফের সুযোগ নষ্ট হয় কানাডার।

আইকে