বাংলাদেশে মেসির গোল উদযাপন-উন্মাদনা, ফিফার টুইটে ভিডিও শেয়ার

বাংলাদেশে মেসির গোল উদযাপনায় মুগ্ধ বনে গেছে ফিফা।
১৭ হাজার কিলোমিটার দূরের দেশটার প্রতি বাংলাদেশি ফুটবলপ্রেমীদের এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে একটি ভিডিও শেয়ার করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার টুইটারে।
যার ক্যাপশনে ফিফা লিখেছে, ‘এটাই ফুটবলেরে শক্তি। দূরত্বের ব্যবধান ঘুঁচিয়ে দেয় ফুটবল। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দেওয়া গোল উদযাপন করছেন।’
জানা যায়, সেই ভিডিওটি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাস্তার বিভিন্ন মোড়েও সাইটস্ক্রিনের সামনে বসে খোলা আকাশের নিচে বসে খেলা দেখেন মেসি-নেইমার ভক্তরা।
শনিবার মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে মেক্সিকো হারাতেই আর্জেন্টিনার সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের সমর্থকরা।
নতুনসময়/আইকে