ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


মেসি জাদুতে দুর্দান্ত জয় আর্জেন্টিনার


২৭ নভেম্বর ২০২২ ২২:৪৫

অবশেষে স্বস্তির জয় পেল আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার রেখেছে ।

রোববার গ্রুপ ‘সি’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে লিওনেল মেসির দল। গোলশূন্য প্রথমার্ধের খেলায় আলবেসেলিস্তারা বিরতি থেকে ফিরে যেন খোলস থেকে বেরিয়ে আসে। লিওনেল মেসি ও অ্যানো ফার্নান্দেজের শেষ মুহুর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্ক্যালোনি বাহিনী।

কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি। বাঁচা-মরার এই লড়াইয়ে আজকের ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে লিওনেল স্ক্যালোনির দল। গোল না পেলেও ৬৪ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেছে আর্জেন্টিনা। যদিও লক্ষ্যে নিতে পারেনি একটি শটও। অপরদিকে তিন শটের একটি লক্ষ্যে রেখেছে মেক্সিকো।

তবে বিরতি থেকে ফিরে ম্যাচের হাল ধরতে থাকেন আর্জেন্টাইন ফুটবলাররা। ৬৪তম মিনিটে ডি মারিয়ার কাছ থেকে পাওয়া বল ডি বক্সের বাইরে থেকে দূর পাল্লার দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি ৷ এই গোলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ২১ ম্যাচে ৮ গোল করলেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনাও ২১ ম্যাচে করেছেন ৮ গোল।

হুলিয়ান আলভারেজ ৭৬ মিনিটে একবার বা পাশ থেকে দারুণ এক দৌঁড়ে ঢুকে পরে মেক্সিকোর বক্সে। তবে তাঁর ক্রসটা কাজে লাগাতে পারেননি মেসি।

ম্যাচ শেষের ১৫ মিনিট বল বেশি ছিল আর্জেন্টিনার পায়ে। যার পুরস্কার আসে ৮৭তম মিনিটে। কর্নার থেকে সরাসরি বক্সে বল না পাঠিয়ে ছোট পাসে জায়গা তৈরি করে আর্জেন্টিনা। সেখানেই মেসির কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে মেক্সিকোর জালে লক্ষ্যভেদ করেন অ্যানো ফার্নান্দেস।

ওই গোলেই নিশ্চিত হয় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম জয়।

নতুনসময়/আইকে