এশিয়ার জাগরণ, জাপানে কুপোকাত চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

৭ ঘণ্টার ব্যবধানে কাতার বিশ্বকাপে ঘটলো দুটি অঘটন। দুটোই ঘটিয়েছে এশিয়ার দুই দল।
লাতিন ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে সৌদি আরবের হারানোর পর দিন চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছে জাপান।
দুটি ম্যাচের ফলে অদ্ভুত দুটি মিল। প্রথমটি ম্যাচের ফল, জয় পেয়েছে ২-১ গোলে আর দ্বিতীয়টি পরাজিত দুটি দলই একমাত্র গোলটি করেছে পেনাল্টি থেকে।
বুধবার রাতে গ্রুপ ‘ই’ থেকে নিজেদের প্রথম ম্যাচে আল খলিফা স্টেডিয়ামে ডোয়ান ও আসানোর গোলে ফেভারিট জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নেয় জাপান।
প্রথমবারের মতো জার্মানিকে হারিয়েছে জাপান। এর আগে দুবারের খেলায় ১টি হেরেছে, আরেকটি ড্র হয়েছে।
নতুনসময়/আইকে