প্রথমবার অচেনা ইরানের মুখোমুখি ইংল্যান্ড
-2022-11-21-14-39-52.jpg)
ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ৬৬’র বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার অন্যতম সেরা দল ইরান।
এই ম্যাচে জয় দিয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙতে চায় ইংল্যান্ড।
গ্রুপ বি’র এই ম্যাচটি দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
বাছাই পর্বে দারুণ খেলে কাতার বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ইংল্যান্ড। ১০ ম্যাচের ৮টিতে ছিল জয়। ম্যাচপ্রতি ছিল প্রায় ৪টি করে গোল।
অন্যদিকে এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে ১৮ ম্যাচের মধ্যে ১৪টি জিতে চূড়ান্ত পর্বে ইরান। এটি তাদের পঞ্চম বিশ্বকাপ, পক্ষান্তরে ইংলিশদের ১৬তম।
নতুনসময়/আইকে