ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


বিশ্বকাপে মাঠে নামার আগেই ‘গোল্ডেন বুট’ পেলেন মেসি!


২১ নভেম্বর ২০২২ ০৭:১০

কাতারেই শেষবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা আগেই এমন ঘোষণা দিয়ে রেখেছিলেন। তবে বিশ্বকাপে মাঠে নামার আগেই ‘গোল্ডেন বুট’ পেয়ে গেলেন মেসি!

মেসিকে দেখা যাবে সোনার বুট পায়ে খেলতে! দেখতে তেমন হলেও বুটটি আসলে সোনার নয়। মেসির জন্য যে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান জুতা তৈরি করে, তারাই বিশেষ জুতাটি তৈরি করেছে। মেসির শেষ বিশ্বকাপকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে জুতাটি। সম্পূর্ণ সোনালি রঙের জুতায় ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি।

এই বুটের পোশাকি নাম ‘অ্যাডিডাস এক্স মেসি ২০২২ ওয়ার্ল্ড কাপ স্পিডপোর্টাল বুটস’। এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির বিশেষ ধরনের স্টাড। মেসি দ্রুত গতিতে দৌড়ানোর সময় কোনো সমস্যা হবে না। চকিতে ঘুরলেও দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই স্টাডগুলি। বলের সঙ্গে সংযোগ হবে অনেক মসৃণ ভাবে। সুবিধা হবে শট নিতে।

এর নকশা অনেকটা পুরনো দিনের আদলের মতো। সোনালি বুটে লেখা রয়েছে মেসির জার্সি নম্বর ১০। রয়েছে আর্জেন্টিনার নীল-সাদা স্ট্রাইপ। এক জন বিশিষ্ট শিল্পী মেসির জুতা নকশা করেছেন। বিশ্বকাপ খেলার জন্য মেসিকে সরবরাহ করা হয়েছে প্রায় দু’ডজন বিশেষ জুতা।

আজ রোববার বিশ্বকাপের পর্দা উঠছে। যেখানে ‘সি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের বিপক্ষে ২২ নভেম্বর। আলবিসেলেস্তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

নতুনসময়/আইকে