ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


‘এটা অনেক কিছুর ওপর নির্ভর করে’, শিগগিরই অবসরের ইঙ্গিত মেসির


১৭ নভেম্বর ২০২২ ২২:১৩

পারিবারিক দায়িত্ববোধ থেকে শিগগিরই খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানছেন, এমন ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি।

ইউনিভার্সো ভালদানো-তে এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই খেলোয়াড়।

মেসি বলেন, ‘আমার মনে হয় না খুব বেশিদিন আর খেলতে পারবো। আমি জানি না, এটা অকে কিছুর ওপর নির্ভর করে। শৈশব থেকেই আমার স্বপ্ন ছিল আর্জেন্টাইন ফুটবলে খেলার। কিন্তু আজ এটা নির্ভর করছে অনেক কিছুর ওপর।’

মেসি আরও বলেন, ‘আমার পরিবার আছে, তিন সন্তান, কদিন আগেই আমার জীবনে বড় পরিবর্তন হলো, যা ছিল আমার ও আমার পুরো পরিবারের জন্য কঠিন। এখন এটা কাটিয়ে উঠেছি এবং আমরা চমৎকার আছি।’

মেসি অবশ্য আগেই জানিয়ে দিয়েছেন, কাতারে হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ।

নতুনসময়/আইকে