ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


অনুশীলনে মেসিকে স্পর্শ করতে মাঠে ঢুকে পড়ায় আটক ২ ভক্ত


১৬ নভেম্বর ২০২২ ০২:৫৩


মরুর শহরে পা রেখে জাতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসি।

কড়া নিরাপত্তায় এ অনুশীলন দেখার সুযোগ ছিল মেসি ভক্তদের। তবে এর জন্য গুণতে হয় ২ হাজার ৫৯১ টাকা।

যথারীতি আর্জেন্টাইন তারকাদের এক ঝলক দেখার জন্য আবুধাবি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ভিড় জমান হাজারও ভক্ত।

নিজেদের আবেগ ধরে রাখতে না পেরে প্রিয় খেলোয়াড় মেসিকে স্পর্শ করতে মাঠে ঢুকে পড়েন দুই ভক্ত। যা মূলত আইনগত অপরাধ, আর এ কারণে তাদেরকে আটক করেছে আবুধাবি পুলিশ।

গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নতুনসময়/আইকে