শহিদ আফ্রিদির রেকর্ড ভাঙলেন শাদাব

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে দিয়েছেন আরেক অলরাউন্ডার শাদাব খান।
এতদিন টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রেকর্ড ছিল আফ্রিদির। শাদাব আফ্রিদিকে পেছনে ফেলে এখন সর্বোচ্চ ৯৮ উইকেটের মালিক।
গতকাল রোববার (১৩ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হ্যারি ব্রুককে আউট করে এ রেকর্ড বগলদাবা করেন শাদাব।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আফ্রিদির রেকর্ডে ভাগ বসান ২৪ বছর বয়সি এ অলরাউন্ডার। গতকাল ৮৪তম ম্যাচে ৯৮ উইকেট পেয়েছেন শাদাব।
শাদাব-আফ্রিদির পর পাকিস্তানের হয়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারদের মধ্যে রয়েছেন— উমর গুল (৮৫), সাইদ আজমল (৮৫) ও হারিস রউফ (৭২)।
নতুনসময়/আইকে