ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


কাদিজকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল


১২ নভেম্বর ২০২২ ০৩:২৭

সামনে বিশ্বকাপের বিরতি। তার আগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজকে ২-১ গোলে হারিয়ে লা লিগার টেবিল টপার বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ৪০তম মিনিটে। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে গোল করেন এদের মিলিতাও। ভিএআরে অফসাইড চেক করে এই গোল দেন রেফারি। ৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রুস নিজেই।

শেষদিকে এসে ৮১তম মিনিটে একটি গোল শোধ করেন কাদিজের লুকাজ পেরেজ। তবে রিয়ালের জয় আটকাতে পারেনি অতিথিরা।