ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলংকা


৬ নভেম্বর ২০২২ ০১:৪১

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে ইংল্যাওন্ডর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।

আজ বাংলাদেশ সময় দুপুর ২ টায় ম্যাচটি শুরু হয়।

বিশ্বকাপ থেকে শ্রীলংকা আগেই বিদায় নিয়েছে। তবে ইংলিশদের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। জস বাটলারের দল জিতলেই সেমিফাইনালে, আর হারলে একই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করবে অস্ট্রেলিয়া।

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও অস্ট্রেলিয়া সেমিতে উঠে যাবে। গ্রুপের প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

শ্রীলংকা: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চরিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

ইংল্যান্ড: জস বাটলার (অধিনায়ক ও উইকেট), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ।