ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


এটা শতভাগ ফেক ফিল্ডিং ছিল: ভারতের সাবেক ক্রিকেটার


৫ নভেম্বর ২০২২ ০৬:৫৩

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান অভিযোগ করেছিলেন ‘ফেক ফিল্ডিং’ করেছেন বিরাট কোহলি। আর আম্পায়ারের কাছে সেই ঘটনা জানিয়েও কোনো সুরাহা হয়নি। ফলে পেনাল্টি হিসেবে মেলেনি ৫ রানও। আর শেষ পর্যন্ত সেই পাঁচ রানে হেরেছিল টাইগাররা।

আর এই ঘটনায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হার্শা ভোগলের মতো ক্রিকেট বিশ্লেষকও ফেক ফিল্ডিংয়ের ব্যাপারটাকে একরকম অস্বীকার করে বাংলাদেশকে ভালো খেলার পরামর্শ দিয়েছেন।

তবে তবে ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে এটা ফেক ফিল্ডিংই ছিল। আর এজন্য তিনি কোহলিকে দোষীও সাব্যস্ত করেছেন। তার মতে আম্পায়দের ব্যর্থতায় বাংলাদেশ পেনাল্টি হিসেবে ৫ রান পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।
আকাশ চোপড়া বলেন, ‘এটা শতভাগ ফেক ফিল্ডিং। কারণ, কোহলি বল থ্রো করার নাটক করেছিলেন। এটা আম্পায়ার দেখলে আমাদের (ভারতের) পাঁচ রান পেনাল্টি হিসেবে দিতে হতো। আর আমরা জিতেছিও মাত্র পাঁচ রানে।’

তার মতে, বাংলাদেশের ফেক ফিল্ডিং এর দাবি শতভাগ সত্য এবং এটার জন্য টাইগাররা পেনাল্টি হিসেবে ৫ রান পেতেই পারতো।