ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে টিকে থাকলো পাকিস্তান


৪ নভেম্বর ২০২২ ০৬:৫৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো পাকিস্তান। নেদারল্যান্ডসকে হারানোর পর একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকাকেও থামালো তারা। বৃষ্টি আইনে ৩৩ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে ইফতিখার আহমেদ ও শাদাব খানের ঝড়ো হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ করে পাকিস্তান।

নির্ধারিত অভারের জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভার শেষে ৪ উইকেটে ৬৯ রান করে প্রোটিয়ারা। তখনই নামে বৃষ্টি।

এক ঘণ্টা বৃষ্টিতে খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়। তখন বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রান।

হেনরিক্স ক্লাসেন এবং ট্রিস্টান স্টাবস এই লক্ষ্য তাড়া করতে গিয়ে যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিল বুঝি দক্ষিণ আফ্রিকাই জিতে যাবে। কিন্তু সহসাই ম্যাচের লাগাম টেনে ধরে পাকিস্তান।

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্যে পৌঁছাতেও বাধা দিতে সক্ষম হয় তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে দক্ষিণ আফ্রিকাকে হারালো পাকিস্তান।

চার ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে তিনে উঠে গেলো পাকিস্তান। ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ভারত। দুই নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ চার নম্বরে।