ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


জিম্বাবুয়ের বিপক্ষে লড়াকু পুঁজি টাইগারদের


৩০ অক্টোবর ২০২২ ২২:১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শান্ত’র ৭১ রানের ওপর ভিত্তি করে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সামনে ১৫১ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো বাংলাদেশ।

আগে ২ বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন সৌম্য। পরে ব্যাটে নেমে ১২ বলে ১৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান লিটন দাস। অধিনায়ক সাকিব আল হাসান ২০ বলে ২৩ রান করে ফিরেন।

আফিফ এসে শেষ বল পর্যন্ত ছিলেন ক্রিজে। শেষ বলে আউট হওয়ার আগে তিনি করেন, ১৯ বলে ২৯ রান। মোসাদ্দেক ফেরেন ১০ বলে ৭ রান করে। সহ অধিনায়ক সোহান ১ বলে ১ রান করে রান আউট হয়ে ফিরে যান সাজঘরে।

এদিন মেহেদী মিরাজের জায়গায় দলে নেয়া হয় ইয়াসির রাব্বিকে।