ঢাকা বৃহঃস্পতিবার, ১০ই জুলাই ২০২৫, ২৭শে আষাঢ় ১৪৩২


‘রাজা সবসময়ই রাজা’, কোহলিকে নিয়ে মাশরাফী


২৪ অক্টোবর ২০২২ ০৯:০৩

‘এ কিং ইজ অলওয়েজ কিং’ পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলির ইনিংস দেখার পর এভাবেই নিজের আবেগ প্রকাশ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। অবশ্য মেলবোর্নে কোহলি যে ইনিংস খেলেছেন এরপর রাজাকে কুর্নিশ করতে বাধ্য হবেন যে কেউই।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খাদের কিনারে ছিল ভারত। সেখান থেকে কোহলির ৫৩ বলে ৬টি চার ও চারটি ছয়ে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন কোহলি।

আর তাইতো কোহলির ৭১ শতকের চেয়েও এই ইনিংসটাকে বেশি স্পেশাল লেগেছে মাশরাফীর কাছে। এরকম ইনিংস কেউ খেলতে পারে, এমনটা নাকি জানাও ছিল না মাশরাফীর। কোহলির ইনিংস দেখে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাশরাফী লিখেছেন,

‘কোহলির ৭১টা একশোর অনেকগুলো দেখেছি, কিন্তু এ রকম ইনিংস কেউ খেলতে পারে আমার জানা ছিল না।

উইকেট পড়ে গেলে গেম নতুন করে সাজানো এবং স্ট্রাইক রোটেট করে খেলে ডিপে নেওয়া এবং ঠিক সময়মতো কাউন্টার অ্যাটাক করা তাও সাকসেসফুলি। কী পরিমাণ কনফিডেন্স নিজের প্রতি!

একটা জিনিস ক্লিয়ার, বিরাটের ধারে কাছে কেউ নেই এবং তার খারাপ সময়টা ছিল জাস্ট ফ্লুক।

আমি জীবনে এমন ব্যাটিং দেখিনি আর দেখলেও এভাবে অঙ্কের মতো মিলিয়ে ইনিংস শেষ করতে দেখিনি।

হোয়াট এ ব্যাটসম্যানশিপ, এ কিং ইজ অলওয়েজ কিং।’