ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


নিউজিল্যান্ড ইনিংসে ঝড় তুলে অ্যালেনের বিদায়


২৩ অক্টোবর ২০২২ ০০:০৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ সুপার টুয়েলভের উদ্বোধনী ম্যাচে আজ শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া।

যেখানে প্রথমে ব্যাট করতে নামা কিউইদের ঝড়ো শুরু পাইয়ে দেন ফিন অ্যালেন। তবে দলীয় হাফসেঞ্চুরির পর জস হ্যাজেলউডের বলে বোল্ড হন এই ওপেনার। মাত্র ১৬ বলে এই ডানহাতি ৫টি চার ও ৩টি ছক্কায় ৪২ রান করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬০ রান করেছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলেছে। যেখানে অজিরা ১০টি জিতেছে। আর কিউইরা জিতেছে ৪টিতে। একটি ম্যাচ টাই হয়েছে।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।