ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


করোনা আক্রান্ত আশরাফুল


২৯ মার্চ ২০২১ ২২:৪৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

গত শনিবার তার নমুনা নেওয়া হয়, রোববার তিনি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আশরাফুলের নমুনা পরীক্ষার দ্বিতীয় ফল পাওয়া যাবে আজ সোমবার। এ ব্যাপারে গণমাধ্যমে তিনি বলেন, ‘দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।’

যদিও এর আগে নিজের করোনা হওয়ার বিষয়টি মানতে চাচ্ছিলেন না আশরাফুল। করোনা রেজাল্টকে ‘ফলস পজিটিভ’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালের হয়ে খেলছেন আশরাফুল। সেখানে নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।

আশরাফুলের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, শনিবার আশরাফুলের নমুনা নেওয়া হয়েছিল। ফল পজিটিভ এসেছে। অনেক ভুল রিপোর্ট আসছে। এজন্য তার দ্বিতীয়বার পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে।