ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


করোনায় আক্রান্ত শচিন টেন্ডুলকার


২৭ মার্চ ২০২১ ১৯:৪৯

শচিন টেন্ডুলকার করোনায় আক্রান্ত। কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন তিনি। শনিবার টুইট করে করোনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শচিন টুইট করে লেখেন, ‘আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ রয়েছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে সাবধানে থাকুন’।

৪৭ বছরের মাস্টার ব্লাস্টার এপ্রিলের ২৪ তারিখ ৪৮ বছরে পা দিতে চলেছেন। ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক ঘটে শচিনের। শত শত রানের মালিক ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

২০০টি টেস্ট, ৪৬৩টি এক দিনের ম্যাচ খেলেছেন শচিন। ১টি টি-২০ ম্যাচও খেলেছেন তিনি। টেস্টে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান, রয়েছে ৫১টি শতরান। সর্বোচ্চ অপরাজিত ২৪৮ রান। এক দিনের ক্রিকেটেও দ্বিশতরান রয়েছে শচিনের। তার ১৮ হাজার ৪২৬ রান রয়েছে এক দিনের ক্রিকেটে। ৪৯টি শতরান রয়েছে তার রঙিন জার্সিতে।

সূত্র : আনন্দ বাজার