ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


বিসিবি প্রেসিডেন্ট বক্সে ক্রিকেটারদের উলঙ্গ করা হয়: মাশরাফি


২৬ মার্চ ২০২১ ২১:৫১

বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজা। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানা কিছু নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন সাবেক সফলতম এই ওয়ানডে অধিনায়ক।

শুক্রবার মাশরাফি বলেছেন, ‘প্রেসিডেন্ট বক্সে আসলে একজন ক্রিকেটারকে উলঙ্গ করা হয়। পুরো উলঙ্গ করা হয়। এটা উনারাও জানেন। উনারা অস্বীকার করতে পারবেন না। ওখানে আমাদের মানুষরাও থাকেন। ক্রিকেটারদের সঙ্গে সম্পৃক্ত, ভালো সম্পর্কের মানুষও থাকেন। আমরা শুনি।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট বক্সে যখন বলা হয়, ‘ওই প্লেয়ার চলে না’, তখন ওই প্লেয়ার আর চলেই না। যেখানেই ভালো খেলুক আর চলে না।’’

মাশরাফি আরও বলেন, ‘ক্রিকেটারদের কানে না আসলে আমরা জানলাম কোত্থেকে? অন্য কেউ কথা বলছে না এখন। আমার মতো কেউ ছেড়ে আসুক, তখন সেও বলা শুরু করবে। কারণ, সে জানে কোড অফ কন্ডাক্ট আর নাই। মিলিয়ে দেখবেন তখন।’

সূত্র: বিডি নিউজ