ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ


২৬ মার্চ ২০২১ ১৭:৪০

সংগৃহিত

হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রত্যেকটি হারলো তারা। দ্বিতীয় ম্যাচকে ঘিরে জয়ের সুযোগ তৈরী করতে পারলেও অন্য দুইটিতে দাঁড়াতেই পারেনি তামিম মুশফিকরা। শেষ ম্যাচের জয়ের টার্গেট ছিল ৩১৯ রানের। কিন্তু ব্যাটম্যানদের ব্যর্থতায় ১৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১১৯ রানের বড় জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড।

অবশ্য তার আগেও গুটিয়ে যেতে পারতো কিন্তু মাহমুদুল্লার হার না মানা ৭৬ রানে কিছুটা সম্মানজনক স্কোরে পৌছায়। বাকিরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।