ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


মসজিদ নির্মাণ করলেন সাকিব


১৪ মার্চ ২০২১ ০১:৩৬

বরাবরই ধর্মের প্রতি সাকিব আল হাসানের অনুরাগের বিষয়টি সংবাদমাধ্যমে উঠে এসেছে। হজ, ওমরাহ'র পাশাপাশি ইসলামিক দীক্ষাও নিতে দেখা গেছে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। এবার নিজ জেলা মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় তার নানাবাড়ি এলাকায় মসজিদ নির্মাণ করে দিয়েছেন সাকিব ‍আল হাসান। গত বছরের এপ্রিলে মসজিদটি উদ্বোধন করা হয়। তবে বিষয়টি প্রচারে আসুক এটা সাকিব চাননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানার বাড়ি এলাকায় মসজিদটি নির্মাণ করেছেন সাকিব। বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। একতলা বিশিষ্ট ওই মসজিদের ভেতরে ছয়টি কাতার করা হয়েছে। প্রতি কাতারে ৪০ জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন।

মসজিদটি উদ্বোধনের পর থেকে সেখানে ইমামতি করছেন মুফতি মো. আতিক উল্লাহ। তিনি জানান, নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে এলাকাবাসী খুবই খুশি।

এ বিষয়ে জানতে চাইলে সাকিবের ছোট মামা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক বাবলুর রহমান গণমাধ্যমে বলেন, সাকিব নিজের অর্থায়নে এখানে একটি মসজিদ নির্মাণ করেছে। তবে বিষয়টি সে প্রচার করতে চায়নি।