ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


নজরকাড়া পারফরমেন্স নাসিরের


১১ মার্চ ২০২১ ০৬:২৬

সংগৃহিত

একের পর এক বিতর্কে বারবার নেতিবাচক খবরের শিরোনাম হতে হয়েছে ক্রিকেটার নাসির হোসেনকে। তবে এত ঝড়-ঝাপটার মাঝেও ফিটনেস ইস্যুতে এক চুল ছাড় দেন না এই অলরাউন্ডার। যার ফল হাতেনাতে পেলেন ফিটনেস টেস্টে।

শীঘ্রই শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফেরার আগে ক্রিকেটাররা ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। করোনার কারণে দীর্ঘদিন খেলা থেকে দূরে থাকতে হয়েছে। তাতে ফিটনেসে ঘাটতি দেখা দিয়েছে অনেক ক্রিকেটারের। তবে ব্যতিক্রম নাসির।

বুধবার (১০ মার্চ) মিরপুরে ফিটনেস টেস্ট দেন জাতীয় দলের হয়ে খেলা জনপ্রিয় ক্রিকেটার নাসির। সকাল ১০টায় ইয়ো ইয়ো টেস্ট দেন তিনি। ইয়ো ইয়ো টেস্টে নাসিরের স্কোর ছিল ১৭.১। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি।

তিনি বলেন, ‘নাসির আজ সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন, ১৭.১।’

এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝখানে বিপ টেস্টে কম স্কোর ওঠায় সমালোচিত হয়েছিলেন নাসির। তবে চোটের কারণে তখন পুরোপুরি ফিট ছিলেন না তিনি।

নাসির ছাড়াও বুধবার ফিটনেস টেস্ট দিয়েছেন এনামুল হক জুনিয়র, আলাউদ্দিন বাবুর মত ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা। তবে আলো কেড়েছেন তরুণ ক্রিকেটার নিহাদ উজ জামান। ইয়ো ইয়ো টেস্টে ২১.১ নম্বর তুলেছেন তিনি।

মূলত ক্রিকেটারদের দম বিচার করাই ইয়ো ইয়ো টেস্টের কাজ। এ প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় কি পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারছেন।