ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


‘করোনা উপসর্গ’ থাকা শিশু সন্তানকে খুন করলেন তুরস্কের ফুটবলার


১৩ মে ২০২০ ২৩:৩৯

মাত্র ৫ বছর বয়সী ছেলেকে নিজ হাতে হত্যা করেছেন তুরস্কের ফুটবলার শেভার তোকতাস। নিজেই এ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। ২৩ এপ্রিল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ছেলেকে হাসপাতালে নিয়ে যান তোকতাস। চিকিৎসকদের তিনি জানান, তার ছেলের জ্বর ও কাশি হচ্ছে। ফলে শিশুটিকে আইসিইউতে নেন তারা। সেখানেই তার মৃ্ত্যু হয়। মেডিকেল কর্তৃপক্ষ জানায়, শ্বাসকষ্টজনিত কারণে এ মৃত্যু ঘটে।

এ ঘটনার ১১ দিন পর পুলিশের কাছে যান তোকতাস এবং স্বীকার করেন তিনিই তার ছেলেকে হত্যা করেন। পুলিশের কাছে তোকতাস জবানবন্দি দেন, ঘুমিয়ে থাকা অবস্থায় ছেলের মুখের ওপর আমি বালিশ চাপা দেই। ১৫ মিনিট ধরে তা চেপে ধরে রাখি। সে নড়াচড়া বন্ধ করলে সরিয়ে নিই। অতপর তার মৃত্যু নিশ্চিত হতে ডাক্তারের কাছে নিয়ে যাই।

তিনি বলেন, সে আমার ছোট ছেলে। জন্মের পর থেকেই আমি তাকে চাইনি। কিন্তু কেন চাইনি তা জানি না। আমার কোনো মানসিক সমস্যা নেই। মন থেকে মেনে নিতে না পারায় ওকে হত্যা করেছি আমি। তোকতাসকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। যাবজ্জীবন সাজা হতে পারে এ তুর্কি নাগরিকের।