ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য দুঃসংবাদ


২ মে ২০২০ ০১:৩৪

ক্রিকেটও ছোয়া লেগেছে করোনার। গত দেড় মাস ধরে ২২ গজের বাহিরে ক্রিকেট। তবুও বছরের প্রথম ৪ মাস শেষে দলীয় র‍্যাঙ্কিং হালনাগাদ করলো আইসিসি। যেখানে বাংলাদেশের জন্য এসেছে দুঃসংবাদ হয়ে। রেটিংয়ে পিছিয়ে থেকে আফগানদেরও নিচের অবস্থানে চলে গেল বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসের শুরু থেকে এখনও পর্যন্ত এই ফরম্যাটে ধুঁকছে টাইগাররা। যার ছাপ মেলে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও। বর্তমানে আফগান দলের রেটিং ৫৭ এবং বাংলাদেশ দলের ৫৫।

এদিকে, টেস্টের এক নম্বর জায়গা হারাল ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতকে টপকে শীর্ষস্থান দখল করল অস্ট্রেলিয়া। দুইয়ে উঠে এল নিউজিল্যান্ড। আর বিরাট কোহালির দল নেমে এল তিনে।