ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


কোয়ারেন্টিন শেষে বাসায় সাকিব


৫ এপ্রিল ২০২০ ১৮:১১

দেশ থেকে যুক্তরাষ্ট্র পৌঁছে আর স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করতে পারেননি সাকিব আল হাসান। করোনাভাইরাস মহামারী রূপ ধারণ করেছে গোটা বিশ্বে। এর থেকে বাঁচতে সাবধানতাটাই সবচেয়ে বড় ঔষধ।

সাকিবও সেটা করেছেন। যুক্তরাষ্ট্রে পৌঁছে উঠেছিলেন একটি হোটেলে। সেখানে কাটিয়েছেন গত দুই সপ্তাহ। সেখান থেকেই বিভিন্ন সময়ে ভিডিও বার্তা দিয়েছেন দেশ সেরা এই অলরাউন্ডার।

আপনাকে মনে রাখতে হবে, আত্মীয় স্বজন বা বাইরের মানুষ আপনার সাথে এসে যেন দেখা করতে না পারে। ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে যা খুবই জরুরী। চেষ্টা করেছি, নিজেকে কীভাবে জীবাণুমুক্ত রাখা যায়। আমি যুক্তরাষ্ট্রে পৌঁছেই সোজা একটি হোটেলের রুমে উঠেছি। আমি ওদেরকে অবগত করেছি, এখানে থাকব কিছুদিন এবং আমি যেহেতু ফ্লাই করে এসেছি আমার একটু হলেও রিস্ক আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি। যে কারণে আমি আমার বাচ্চার সাথে দেখা করিনি। এটা অবশ্যই আমার জন্য কষ্টের।’

এছাড়াও ‘সাকিব ফাউন্ডেশন’ –এর উদ্যোগে ২ হাজার দরিদ্র  সুবিধা বঞ্চিত পরিবারকে সহায়তা দেয়ার কথা বলেন। ২০ লাখ টাকার কিট সরবরাহের কথাও জানান সাকিব আল হাসান।

নতুনসময়/আনু