ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


ইউনিসেফের তহবিলে ৭ কোটি টাকা দিলেন নেইমার


৪ এপ্রিল ২০২০ ০৩:৫২

উদারতা দেখালেন ব্রাজিলিয়ান ‍ফুটবল সুপারস্টার নেইমার। করোনা ভাইরাস রুখতে জাতিসংঘের শিশু স্বাস্থ্যবিষয়ক সংস্থা ইউনিসেফের তহবিলে দিয়েছেন ৭ লাখ ৫০ হাজার পাউন্ড বা ৭ কোটি ৮১ লাখ ৮৯ হাজার টাকা।

নেইমারের দেয়া অর্থ কভিড-১৯ আক্রান্ত শিশুদের জন্য ব্যয় করবে ইউনিসেফ। অনুদান দেয়ার কথা প্রথমে গোপন রাখেন নেইমার। তবে পরবর্তীতে বিষয়টি পাবলিক করে ব্রাজিলিয়ান টিভি শো ‘ফোফোকালিজান্দো’।

ইউরোপের শীর্ষ লীগে খেলা প্রায় সব ফুটবলারই এগিয়ে এসেছেন করোনা মোকাবিলায়। নেইমারের আগে বড় অংকের অর্থ দান করেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা এবং জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনজনই ১ মিলিয়ন ইউরো করে দান করেছেন। মেসি, রোনালদো ও গার্ডিওলার অনুদানের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি টাকা।