ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


১৬ ওভারেই পথ হারাল জিম্বাবুয়ে, জয় দেখছে মাশরাফিরা


৪ মার্চ ২০২০ ০০:৩৪

জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ১৬ ওভার শেষেই জয় চোখে ভাসছে টাইগারদের। ওভারপ্রতি ছয় রানেরও বেশি তোলার চাপ মাথায় নিয়ে বাংলাদেশের দেয়া ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে জিম্বাবুয়ে। ইনিংসের ১৫ ওভার শেষে তিন উইকেট হারিয়ে জিম্বাবুয়ে তুলেছে মাত্র ৬৭ রান। উইকেট দুইটির মধ্যে একটি নিয়েছেন শফিউল, একটি মিরাজ ও অন্যটি রান আউট। খুব ব্যতিক্রম কিছু না ঘটলে এই ম্যাচ জিতে সিরিজই নিজেদের করে নেবে টাইগাররা।

এর আগে, দীর্ঘ সময় রান খরায় ভোগা তামিম সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দেখা পেয়েছেন ক্যারিয়ারের ১২তম শতক। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দিনটিকে মোক্ষম সময় হিসেবে বেছে নিলেন তিনি। অনন্য, অসাধারণ ড্যাশিং ওপেনার গড়লেন একের পর এক রেকর্ড। তাতে ৩২২ রানের বড় সংগ্রহ পেল বাংলাদেশ। দলটির বিপক্ষে এটিই টাইগারদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।