ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ম্যাচসেরা আকবর, টুর্নামেন্ট সেরা যশওয়াল


১০ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৪

সংগৃহিত

প্রথমবারের মত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। রবিবার আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক আকবর আলী। বিপদের মুহূর্তে দলের হাল ধরে ৪৩ রান করে অপরাজিত থাকেন তিনি। যার ফলে ম্যান অব দ্য ফাইনালের পুরস্কারও উঠেছে তার হাতে।

অন্যদিকে, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ভারতের যশওয়াল। এই বিশ্বকাপের সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান তিনি। ৬ ম্যাচে ১টি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৪০০ রান করেন তিনি।

এদিন জয়ের জন্য বাংলাদেশকে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ৭ উইকেট ১৬৩ রান করে বাংলাদেশ। তখনই নামে বৃষ্টি। বৃষ্টি নামার আগে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫৪ বলে ১৫ রান। বৃষ্টির পর খেলা শুরু হলে বাংলাদেশের জন্য ৩০ বলে ৭ রানের লক্ষ্য বেধে দেয়া হয়। বাংলাদেশ ৭ রান করতে খেলে ৭ বল।