ঢাকা বুধবার, ৮ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


ঐতিহাসিক ফাইনালে টস জিতল বাংলাদেশ


১০ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৫

ইতিহাস গড়ে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে এই ম্যাচটি। এর আগে সেমিফাইনালে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জুনিয়র টাইগাররা।

নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের লক্ষ্য ৫.৫ ওভার হাতে রেখেই টপকে তারা। জয় করেছেন ঠিক ১০০ রান। ইতিহাস ইতোমধ্যে করে ফেলেছেন জয়রা। এবার হাতছানি দিচ্ছে অমরত্ব, তৈরি হচ্ছে প্রথমবারের মত যুব বিশ্বকাপ জয়ের স্বপ্ন। যারা প্রথমবারের মতো দেশকে এই ট্রফি এনে দেবেন, তাদেরকে কী কেউ ভুলবে কখনো!

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ স্কোয়াড:
আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদত হোসেন, শামীম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান ও হাসান মুরাদ।