ঢাকা বুধবার, ৮ই মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১


'কোহলি মনে করিয়ে দিচ্ছে ইমরান খানকে'


৪ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৯

নিউজিল্যান্ডের মাটিতে ৫-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে বিরাট কোহলির মিল খুঁজে পাচ্ছেন সঞ্জয় মাঞ্জরেকার। তার মতে, ইমরানের মতো কোহলিও দলের মধ্যে নিজেদের প্রতি বিশ্বাস আমদানি করেছেন।

এক টুইট বার্তায় মাঞ্জরেকার লিখেছেন, ‘নিউজিল্যান্ডে কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল আমাকে ইমরানের পাকিস্তানের কথা মনে করিয়ে দিয়েছে। দল হিসেবে দারুণ আত্মবিশ্বাসী। ইমরানের পাকিস্তান জেতার বিভিন্ন উপায় খুঁজে নিত। অনেক সময় তারা হারতে হারতে ম্যাচ বের করে নিত। এমনটা তখনই সম্ভব যখন কোনো দলের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে।'

সঞ্জয় মাঞ্জরেকার প্রশংসা করেছেন লোকেশ রাহুলেরও। তাকে 'সিরিজের আবিষ্কার' হিসেবে চিহ্নিত করেছেন। এই সিরিজে শেষ দুই ম্যাচ খেলে রান পাননি সঞ্জু স্যামসন। ঋষভ পন্থ আবার কোনও ম্যাচেই খেলেননি। নাম না করেও দুই উইকেটকিপার ব্যাটসম্যানের প্রশংসা করে মাঞ্জরেকার বলেন, 'ভারতের পরবর্তী ব্যাটিং ব্রিগেডের অবশ্যই স্কিল ও পাওয়ার গেম রয়েছে। ওদের শুধু দরকার কোহলির মতো বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করে যাওয়া।'

নতুনসময়/আইকে