ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নিরাপদে পাকিস্তানে পৌঁছেছে টাইগাররা, কাল প্রথম ম্যাচ


২৩ জানুয়ারী ২০২০ ২১:৩০

সংগৃহিত

অবশেষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার রাতে সাড়ে এগারোটার দিকে লাহোর বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান। বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজে করে একই দিন রাত আটটার দিকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করে টাইগাররা।

নিরাপত্তার কারণে শুরুতে পাকিস্তান যেতে না চাওয়া বাংলাদেশ অবশেষে সিরিজ খেলতে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। সেই অনুযায়ী আগামী তিন মাসে তিনবার পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ-পাকিস্তান। ২৫ জানুয়ারি দ্বিতীয় এবং ২৭ জানুয়ারি স্বাগতিকদের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন সফরকারীরা।

নিরাপত্তার কারণে পাকিস্তান যেতে অস্বীকার করেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এছাড়া দলের সাত বিদেশি কোচিং স্টাফের মধ্যে পাঁচজনই সেখানে যেতে অস্বীকার করেন। তাদের রেখেই পাকিস্তানে গিয়েছে বাংলাদেশ দল।

তিন ধাপের মধ্যে প্রথম ধাপে টি-টোয়েন্টি সিরিজের পর দেশে ফিরে আসবেন টাইগাররা। দ্বিতীয় ভাগে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবেন তারা। এরপর ফের ফিরে আসবেন। পরে তৃতীয়বার সেখানে গিয়ে আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবেন লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তারা।

পাকিস্তান সফরে বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, মেহেদী হাসান ও ইমরুল কায়েস।

নতুনসময়/আইএ