ঢাকা শুক্রবার, ৭ই নভেম্বর ২০২৫, ২৪শে কার্তিক ১৪৩২


ইরফানের ব্যাটে বড় স্কোরের স্বপ্ন দেখছে রাজশাহী


১৮ জানুয়ারী ২০২০ ০৭:০৮

আটকে যাওয়ার পর আবার ঘুরতে শুরু করেছে রাজশাহীর রানের চাকা। সাজঘরে ফিরেছেন দুই ওপেনার লিটন দাশ ও আফিফ হোসেন। ১২ ওভারে রাজশাহী তুলেছে ৯১ রান। শুরুর অবস্থার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, প্রথম ছয় ওভারে রাজশাহী তুলেছিল মাত্র ৪৩ রান। রান আটকে দেয়ার এই কৃতিত্ব যাবে খুলনার বোলারদের ভাগেই। আমির ও ফ্রাইলিংক ছিলেন অসাধারণ তবে তিন ওভার করে ২৭ রান দিয়েছে মিরাজ। এ মুহূর্তে উইকেটে আছেন শোয়েব মালিক ও ২৫ বলে ৪৩ করে ইরফান শুক্কুর।

নতুনসময়/আইকে