ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


পাকিস্থান সফরে সবই খেলবে বাংলাদেশ


১৫ জানুয়ারী ২০২০ ২১:১৫

সংগৃহিত

পাকিস্তান সফরে বাংলাদেশ টেস্ট খেলবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে দুইটি টেস্ট, একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা হবে। তবে এক সফরে এই তিন ফরমেটের খেলা শেষ হবে না। তিন ফরমেটের এ খেলা শেষ হবে একাধিক ধাপে।

পাকিস্তান সিরিজ নিয়ে শুরু থেকেই দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে দরকষাকষি চলে আসছিল। বিষয়টির সমাধানে মঙ্গলবার দুবাইয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের ‘মধ্যস্থতায়’ বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পিসিবির প্রধান এহসান মানি এবং দুই বোর্ডের প্রধান নির্বাহী। পিসিবি জানিয়েছে, এই বৈঠকেই বিসিবির সঙ্গে তারা ঐকমত্যে পৌঁছেছে।

নতুন সিদ্ধান্তে তিন মাসে তিনবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। সূচি অনুয়ায়ী লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। পরে দেশে এসে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি প্রথম টেস্ট খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে হবে এই টেস্ট। এটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। খেলা শেষে আবার ফেরত আসবে টাইগাররা। ফেব্রুয়ারি-মার্চে হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এ কারণেই টেস্ট সিরিজের মাঝে একটা লম্বা বিরতি পড়েছে বলে জানিয়েছে পিসিবি। এরপর এপ্রিলে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। সেখানে ৩ এপ্রিল একটি ওয়ানডে খেলা হবে। এরপর ৫ থেকে ৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট।

সফরের নতুন সূচি নিয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘গর্বিত দুটি ক্রিকেট খেলুড়ে দেশ ও খেলাটার বৃহৎ স্বার্থে আমরা একটা আপসে পৌঁছাতে পেরে খুশি।’ এ সিদ্ধান্তের পর মানি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে ধন্যবাদ জানিয়েছেন।

পাকিস্তান সফর নিয়ে টানাপোড়েনের মধ্যে গত রবিবার (১২ জানুয়ারি) পাঁচ ঘণ্টা ব্যাপী বৈঠক করে বিসিবি। বৈঠক শেষে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সরকারের পক্ষ থেকে সফর সংক্ষেপ করার নির্দেশনা আসায় টেস্ট ম্যাচ খেলা সম্ভব হবে না বাংলাদেশ দলের পক্ষে। পরিস্থিতির উন্নতি হলে পরে টেস্ট ম্যাচ খেলা যাবে।

বিসিবি শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব অনেক আগেই দিয়েছিল পাকিস্তানকে। তবে পাকিস্তানের বোর্ড তাতে রাজি না হয়ে নানাভাবে চেষ্টা করে আসছিল টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশকে সফরে নিতে।