ঢাকা সোমবার, ২০শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


কুমিল্লাকে হারিয়ে প্রথম জয় তুলে নিল ঢাকা


১৪ ডিসেম্বর ২০১৯ ১১:৫৫

কাছে গিয়েও হার মানতেই হল কুমিল্লাকে। ঢাকার দেয়া ১৮১ রানের টার্গেটে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ রানে ৮ উইকেট হারিয়ে থেমে যায় কুমিল্লা। তবে শুরুর দিকে অবস্থা ভালোই ছিল কুমিল্লার। তাড়া করতে নেমে রাজাপক্ষের ব্যাটে উড়ন্ত সূচনা পায় কুমিল্লা। রাজাপক্ষে মাত্র ১২ বলে ২৯ রান করে ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন সৌম্য ও মালান কিন্তু পরবর্তীতে উইকেট পড়তে থাকে। দলীয় ৮৬ রানে সৌম্য ফেরার পর মাত্র ৪ রান করে ফেরেন সাব্বির। অধিনায়ক শানাকাও দ্রুত ফিরে গেলে চাপে পড়ে কুমিল্লা। শেষ দিকে অঙ্কন ২৭ বলে ৩৭ করে দলকে এগিয়ে নিলেও তা জেতার জন্য পর্যাপ্ত হয় নি।

এর আগে, কুমিল্লা ওয়ারিয়র্সের বিরুদ্ধে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয় নি ঢাকা প্লাটুনসের। তবে দ্রুতই ধাক্কা সামলে ঢাকার ইনিংস গড়েছেন ড্যাশিং ওপেনার তামি্ম ইকবাল। তামিমের ঝড়ো ইনিংসে ভর করেই ১৮০ রানের পাহাড়ে চড়েছে ঢাকা। কুমিল্লার কোনো বোলারই উল্লেখযোগ্য কিছু করতে পারেন নি, সবাই উদার হস্তে রান বিলিয়েছেন। তবে শানাকা ও সৌম্য সরকার দুইটি করে উইকেট তুলেছেন। ৫৩ বলে ৭৪ রান করে ফিরেছেন তামিম। তিনি ছাড়া তেমন কেউ রান করতে পারেন নি ঢাকার। সুপারস্টার আফ্রিদি আজও ফিরেছেন মাত্র চার রানে। শেষ দিকে থিসারা পেরেরার ঝড়ে বড় সংগ্রহ পায় ঢাকা। পেরেরা মাত্র ১৭ বলে করেন ৪২ রান।