ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


এস এ গেমসে বাংলাদেশকে প্রথম সোনা এনে দিলেন দিপু চাকমা


৩ ডিসেম্বর ২০১৯ ০১:২১

সংগৃহীত

কাঠমান্ডু তে চলমান এস এ গেমসে স্বর্ন পদক জিতেছে বাংলাদেশ। দেশের হয়ে প্রথম স্বর্ন পদকটি এনে দেন দিপু চাকমা।

কাঠমান্ডু এসএ গেমসে দেশের হয়ে প্রথম পদক জিতেছেন হোমায়রা আক্তার।তাই সোনার অপেক্ষাটা ছিলই। সে অপেক্ষারই অবসান ঘটালেন দিপু চাকমা।
তায়কোয়ান্দোর ২৯ অথবা এর বেশি ওজনের প্রতিযোগীদের ইভেন্ট পুমসের মাধ্যমেই এবার কাঠমান্ডুতে প্রথমবারের মতো বাজল দেশের জাতীয় সংগীত।

এসএ গেমসে এবারই প্রথম অংশ নিচ্ছেন দিপু। আর প্রথমবারের আবির্ভাবেই বাজিমাত। উচ্ছ্বসিত দিপুর আপন কন্ঠের বাণী, ‘আমি এখনো ঘোরের মধ্যে আছি। বুঝতেই পারছি না কীভাবে কি হলো। আমার এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। দেশকে কিছু দিতে পেরেছি বলে খুব গর্ব হচ্ছে। আমি অনেক দিন ধরে এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম।’