ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


এবার ভারত সফর নিয়ে পরিকল্পনা


২৬ সেপ্টেম্বর ২০১৯ ০০:৪৮

ফাইল ছবি

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ থেকেই ভালো অবস্থানে নেই দেশের ক্রিকেট। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ তে হোয়াইটওয়াশ। এরপর নবাগত আফগানিস্তানের বিপক্ষে টস্টে হার। ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের ফলাফলও হয়নি আহামরি। দলের এমন বাজে অবস্থার কথা স্বীকারও করেছেন পঞ্চপান্ডবের একজন মাহমুদউল্লাহ রিয়াদ।

গতকাল (২৪ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ পরিত্যক্ত ঘোষণার পর মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা ভালো ক্রিকেট খেলেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সম্ভবত আমাদের কিছু কিছু জায়গায় উন্নতির জায়গা আছে। কোচও গতকাল কিংবা তার আগেরদিন প্রেস কনফারেন্সে বলেছিল। আমিও এর সাথে একমত কারণ বেশ কিছু বিভাগ ছিল যেখানে আমরা আরও ভালো করতে পারতাম। কিন্তু আশা করি পরের সিরিজে এসব নিয়ে কাজ করব।’

আফগানিস্তান সিরিজ তো গেল সামনে টাইগারদের রয়েছে আরও কঠিন চ্যালেঞ্জ। নভেম্বরে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলতে ভারত যাবে বাংলাদেশ। ভারত সফরের জন্য নিজেদের কিভাবে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিয়াদ বলেন, ‘বেশ কয়টা ম্যাচে ১৩-১৪ ওভার কিংবা ১৫ ওভারের মধ্যেই আমাদের ৬-৭ উইকেট চলে গিয়েছিল। যেটা আসলেই টি-টোয়েন্টির জন্য আদর্শ নয় , এ বিষয়গুলো নিয়ে কোচও কথা বলেছে । সাকিব ও কথা বলেছে, আমরা গ্রুপ হয়েও এসব নিয়ে কথা বলেছি। দিনশেষে আমাদেরও অনেক কিছু করার আছে, অনুশীলনে নিজেকে পরিণত করা। সিদ্ধান্ত নেওয়া বিশেষ করে টি-টোয়েন্টিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরী, আপনি কখন কোন বোলারকে ব্যবহার করছেন, নির্দিষ্ট কোন সময়টাতে, টিম কি চাচ্ছে এসব বিবেচনা রাখতে হয়। এ জায়গাটাতে আমাদের উন্নতির জায়গা আছে, আমার মনে হয় ভারতের সাথে যেহেতু খেলা এ প্ল্যানেই আমাদের খেলতে হবে।’