ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


আজ থেকে নতুন মিশনে নামছে বাংলাদেশ


১৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৮

ফাইল ছবি

আজ থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মোকাবেলা করবে বাংলাদেশ। এই ম্যাচে টানা হারের বৃত্ত থেকে বের হতে চায় সাকিবের দল।


মিরপুরে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ে ‘ওভাই’ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ সবসয়ই ভালো দল মনে করেন কোচ ডোমিঙ্গো। তারওপর আবার ঘরের মাঠে খেলা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে তাই এগিয়ে থাকবে সাকিবরাই, মনে করেন প্রোটিয়া কোচ।


ইংল্যান্ড বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত প্রত্যাশিত তেমন সাফল্য পায়নি বাংলাদেশ। বিশ্বকাপ থেকে বিদায়ের পর শ্রীলঙ্কা সফরেও ধবলধোলাই হয়েছিল টাইগাররা। সবশেষ ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও হেরেছে স্বাগতিকরা।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দীন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং ইয়াসিন আরাফাত।