ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হুজাইফাকে সংবর্ধনা


২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১৭

ফাইল ফটো

তানজানিয়া ও আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা-২০২৪ এ ১ম স্থান অর্জনকারী গংগাচড়ার কৃতি সন্তান হাফেজ মোঃ হুজাইফাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে রংপুর জেলার গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাওলানা নায়েবুজ্জামান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গংগাচড়া উপজেলা শাখা এর সভাপতিত্বে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

এ সময় সেখানে ১৫০-২০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, তানজানিয়া ও আলজেরিয়াতে আয়োজিত আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ মোঃ হুজাইফাকে জামায়াতের পক্ষ থেকে ৫০ হাজার টাকা সম্মাননা প্রদান করা হয়।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রাব্বানী, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখা, অধ্যাপক রায়হান সিরাজী, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর শাখাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা নেতা এবং কর্মীবৃন্দ।