ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


মাশরাফির জন্য ছাত্রলীগের আনন্দ মিছিল


২৩ নভেম্বর ২০১৮ ০৩:১৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার শ্বশুরবাড়ী লোহাগড়া উপজেলায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি লোহাগড়া উপজেলার গেট থেকে শুরু হয়ে লক্ষ্মীপাশা ও লোহাগড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ওই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম রাশেদুল হাসান রাশেদ, লোহাগড়া উপজেলা ছাত্রলীগ নেতা হামিম, দিদার, সুজন, পলাশ, ইমরান, তামিম ও মারুফ।

এসময় বক্তারা, বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফিকে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লোহাগড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।