ড. কামালের কানা কড়িও দাম নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ‘জাতীয় ঐক্যফ্রন্টে ড. কামাল হোসেনের কানা কড়িও দাম নেই। বিএনপি তাদের ব্যবহার করছে। সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে লন্ডন থেকে। তারেক রহমানের ইশারায়।’ বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসনে একটি আন্তর্জাতিক সেমিনারে যোগদান করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ভোটকেন্দ্র পাহারার নামে সংঘাতের উসকানী দেওয়া হচ্ছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আজ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে নির্বাচনে সুন্দর পরিবেশটাকে নষ্ট করছে। কেন্দ্রে কেন্দ্রে ৩০০ লোক ৫০০ লোক থাকার অর্থ কী? আমরাও যদি কেন্দ্রগুলোতে এতো লোকের ব্যবস্থা করি, তাহলে কী হবে? ভোট হবে নাকি গৃহযুদ্ধ হবে?
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন কমিশনের আচরণ এখনো আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে অভিযোগ করলেও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে কাভার না করায় এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে আওয়ামী লীগ।
আরকেএইচ