ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


চাইলো ৭০ পাইলো ৪০


২১ নভেম্বর ২০১৮ ২০:৪২

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে ৭০ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা)। চাহিদা অনুযায়ী আসন চেয়ে এরইমধ্যে চিঠি দিয়েছে দলটি। তবে আওয়ামী লীগ ৪০-৪২ আসন দিতে সম্মত হয়েছে। তাই শেষ মুহূর্তের দরকষাকষি চলছে এ দুই দলের মধ্যে।

জানা গেছে, দলীয় মনোনয়ন চূড়ান্ত করার পাশাপাশি জোটের প্রার্থীতালিকাও চূড়ান্ত করছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। গত শনিবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় আসন ভাগাভাগির তাগাদা দিয়ে প্রার্থীদের তালিকাসহ চিঠি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মঙ্গলবার আওয়ামী লীগের পক্ষ থেকে আসন বণ্টনের চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে। তালিকায় আওয়ামী লীগ ৪০টির বেশি আসন মহজোট থেকে জাপার জন্য ছেড়ে দিয়েছে বলে জাতীয় পার্টির নেতারা জানিয়েছেন। তবে দলটির কোনো দায়িত্বশীল নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের আসন বণ্টনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আশা করি দুই-একদিন পর তাদের সঙ্গে বসে চূড়ান্ত করা হবে। জাতীয় পার্টি আওয়ামী লীগের কাছে ৭০টি আসন চেয়ে চিঠি দিয়েছে বলেও জানান তিনি।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেন, দলে গ্রহণযোগ্যতা রয়েছে, জনগণ যাদের ভালো জানে, তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। নির্বাচন একটি ব্যয়বহুল প্রক্রিয়া; এই প্রক্রিয়ায় যারা নিজেদের উত্তীর্ণ করতে পেরেছেন, তারাই জাতীয় পার্টির প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দেওয়া ৪০টির বেশি আসনের তালিকায় যারা রয়েছেন তারা সবাই মহাজোটের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জাপা সূত্রে জানা গেছে, পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের জন্য রংপুরের যে কোনো একটি আসন ছাড়তে চায় আওয়ামী লীগ; কিন্তু এরশাদের প্রত্যাশা রংপুরের ওই আসনসহ ঢাকা-১৭ আসন। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের তালিকায় ঢাকা-১৭ আসনে একজন চলচ্চিত্র অভিনেতার নাম চূড়ান্ত রয়েছে।

আরকেএইচ