ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার, মোড়ে মোড়ে তল্লাশি


১৮ নভেম্বর ২০১৮ ২০:০৫

ফাইল ফটো

গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার গ্রহণের কার্যক্রম চলছে। এই সাক্ষাতকার কেন্দ্র করে মোড়ে মোড়ে বাসানো হয়েছে চেকপোস্ট এবং করা হচ্ছে তল্লাশি।

রোববার (১৮ নভেম্বর) সকাল সোয়া নয়টা রংপুর বিভাগের পঞ্চগর-১ আসনের মনোনয়নয় প্রত্যাশী সেলিম শেখ'র সাক্ষাতকার গ্রহণের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নতুন সময়কে বলেন, মূল্যত বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার গ্রহণের কার্যক্রম ঘিরেই আমাদের এই তৎপরতা। এই জায়গায় যেন কোন ধরনের অপিতিকর ঘটনা না ঘটে তাই আমরা সবাইকে তল্লাশি করছি। এবং মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট বাসানো হয়েছে।

তিনি আরো বলেন, যে কয়দিন বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার অব্যাহত থাকবে আমাদের চেকপোস্ট এবং তল্লাশি এই ভাবেই অব্যাহত থাকবে। যেন এই জায়গায় কোন ধরনের বড় দূর্রঘটনা না ঘটে এই চেষ্টা আমরা করে যাচ্ছি।

এছাড়া, গুলশানের উৎসব মুখরো পরিবেশ মধ্যে দিয়ে মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার চলছে। সকাল থেকে গুলশানের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে সামনের ৮৬নং রোড আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে। এই রোডে কোন ধরনের যানবাহন পুলিশের তল্লাশি ছাড়া প্রবেশ করতে পারছেনা। এমনকি সাধারণ মানুষকেও তল্লাশি করা হচ্ছে।

একজন রংপুরের মনোনয়ন প্রত্যাশী নতুন সময়কে বলেন, আমরা অনেক আতঙ্কিত । কখন কাকে গ্রেফতার করা হয় । এই বার ভোট যদি সুষ্ঠু এবং শান্তি পূর্ণ হয় তাহলে আমরা (বিএনপির) বিপুল পরিমাণ ভোটে জয়ী হবো।

এদিকে মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার শুরু হয় রবিবার ১৮নভেম্বর সকাল সাড়ে নয়টার থেকে। এবং এই সাক্ষাতকার শেষ হবে বুধবার ২১নভেম্বর । টানা চারদিন এই মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে।

এই দিকে মোট মনোনয়ন পথ বিক্রি হয়েছে, ৪৫৮০টা। এবং দলীয় সুত্রে জানা য়ায় সাংগঠনিক আয় হচ্ছে ২ কোটি ২৯ লক্ষ টাকা।

এএইচ