কালীগঞ্জের কেন্দ্রীয় ছাত্রদল নেতার লিফলেট বিতরণ

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম নাজিম মাহমুদ ঝিনাইদহের কালীগঞ্জের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন।
শনিবার (১৭ নভেম্বর) বিকেলে রঘুনাথপুর বাজার থেকে তিনি লিফলেট বিতরণ শুরু করেন।
ছাত্রদল নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলার আমবাগান, কেয়াবাগান, বৈশাখী তেল পাম্প মোড়, দুলালমুন্দিয়া, চাপরাইল, সিঙ্গীবাজার, আগমুন্দিয়া বাজার ও গ্রামাঞ্চলের জনগনের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে কালীগঞ্জ পৌর সভার সাবেক কমিশনার আব্দুস সাত্তার ও স্থানীয় থানা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ