‘একবার ভুল করেছি, আর না’

ড. কামাল হোসেন বলেছেন, ‘একবার বয়কট করে ভুল করেছি। আর নির্বাচন বয়কট করা যাবে না। শেষ পর্যন্ত নির্বাচনে থেকে লড়ে যেতে হবে। নির্বাচনে ওরা (আওয়ামী লীগ) যত রকম ১০ নম্বরি করার করুক, আমরা ভোট দেব, ভোটে থাকব। হাজারে হাজারে ভোট দেব। সবাই ভোট কেন্দ্রে থাকব। আর যারা টাকা পয়সা দিয়ে এলাকায় ভোট করতে চায় তাদের বয়কট করতে হবে।’
২০১৪ সালের জাতীয় নির্বাচন বর্জন করা ভুল ছিল বলে জানিয়েছেন বিএনপিকে নিয়ে গঠন করা জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। বলেছেন, আর বর্জনের পথে যাওয়া যাবে না।
শনিবার (১৭ নভেম্বর) সুপ্রিমকোর্ট চত্বরে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে এই কথা বলেন ড. কামাল। সারা দেশের বিএনপিপন্থী আইনজীবীরা এতে অংশ নেন। সমাবেশের প্রধান বক্তা ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারীদের মধ্যে ছিল ড. কামালের গণফোরামও। বিএনপি-জামায়াত জোট নির্বাচনে না আসায় সে সময় ভোটে আসেনি ঐক্যফ্রন্টের শরিক জেএসডি এবং সিপিবির জোটে থাকা বাম দলগুলোও।
তবে নির্বাচনকালীন সরকারের দাবি পূরণ না হওয়ার পরও এবার ভোটে আসছে গতবারের বর্জনকারী দলগুলো। আর বিএনপি, জেএসডি, নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে গঠন করা ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এই ঘোষণা দেন ড. কামালই।
২০১৪ সালে আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতায় এসেছিল বলে দাবি করেন ড. কামাল। দাবি করেন, সে সময় আওয়ামী লীগ সপ্রিম কোর্টে বলেছিল দ্রুত আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার কি এতই হালকা হয়ে গেছে যে কোর্টে দাঁড়িয়ে এ ধরনের কথা বলতে পারে? দ্রুত মানে কি পাঁচ বছর? এসময় ভাঁওতাবাজিতে মেডেল থাকলে আওয়ামী লীগকে দেওয়া উচিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, আইনজীবী খন্দকার মহবুব হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও গণফোরামের কার্যকারী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ এ সময় বক্তব্য রাখেন।
এমএ