ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


১৭ নভেম্বর ২০১৮ ০১:৩৭

রাজধানীর নয়াপল্টনে পুলিশের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও গাড়ি পোড়ানোর প্রতিবাদে ঝিনাইদহে শুক্রবার (১৬ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে আবারো বিএনপি দেশে আগুন সন্ত্রাস শুরু করেছে। বক্তারা, পুলিশের উপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এমএ